প্রচারণা ডটকম : বেশ আগেই গুগলের নিজস্ব ক্লাউড গেমিং পরিষেবা ‘গুগল স্ট্যাডিয়া’ বন্ধের ঘোষণা এসেছিলো। এবার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্টটি। আগামী ১৮ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল স্ট্যাডিয়া। খবর দ্য ভার্জ।
২০১৮ সালের অক্টোবরে গুগল স্ট্যাডিয়ার বেটা সংস্করণ উন্মোচন করা হয়। পরের বছর এই পরিষেবার পূর্ণাঙ্গ সংস্করণ আনা হয়।
গুগল স্টোরের মাধ্যমে কেনা সব স্ট্যাডিয়া হার্ডওয়্যারের পাশাপাশি স্ট্যাডিয়া স্টোর থেকে কেনা সব গেম, সফটওয়্যারের অর্থ গেমারদের ফেরত দিচ্ছে গুগল। এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটি গত নভেম্বর থেকেই শুরু হয়। ১৮ জানুয়ারির মধ্যে বেশির ভাগ অর্থই ফেরত দিয়ে দেওয়ার প্রত্যাশা করছে গুগল।
ক্লাউড গেমিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে বিবেচনায় রেখে সেবাটি চালু করেছিলো গুগল। তবে আশানুরুপ সাড়া না পাওয়ায় সেবাটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।