Wednesday, January 8, 2025
More

    সর্বশেষ

    উইন্ডোজের জন্য গুগলের নেয়ারবাই শেয়ার অ্যাপ উন্মুক্ত

    প্রচারণা ডটকম : ২০২২ সালের কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে উইন্ডোজ ইকোসিস্টেমের সাথে একাধিক উপায়ে অ্যান্ড্রয়েডের যোগাযোগের বিষয় তুলে ধরে গুগল। নেয়ারবাই শেয়ার মাইক্রোসফটের ডেক্সটপ অপারেটিং সেস্টিমের জন্য তেমনই প্রতিশ্রুত একটি অ্যাপ। অবশেষে প্রযুক্তি জায়ান্টটি অ্যাপটির বেটা সংস্করণ উন্মুক্ত করেছে। খবর এনগ্যাজেট।

    নতুন এই অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল এবং উইন্ডোজ পিসির মধ্যে দ্রুততার সাথে ফাইল আদান-প্রদান সহজ হবে।

    যারা ইতিমধ্যেই ৬৪ বিট সংস্করণের উইন্ডোজ ১০ ব্যবহার করছেন তারা অ্যান্ড্রয়েড ওয়েবসাইট থেকে এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

    অ্যাপটি ব্যবহার করতে পিসির ওয়াইফাই এবং ব্লুটুথ চালু করতে হবে বলে জানা গেছে। তবে এক্ষেত্রে ভোগান্তি এড়াতে কে আপনার ডিভাইসকে দেখতে পাবে ও ফাইল পাঠাতে পারবে সেটি নির্ধারণ করে দেয়া যাবে।

    ডিভাইস ভিজিবিলিটি সেটিংয়ের ড্রপডাউন মেন্যু থেকে সকলের জন্য, কনট্যাক্ট, শুধুমাত্র নিজস্ব ডিভাইস কিংবা এইমুহুর্তে কেউ নয় এমন অপশন পাওয়া যাবে। সর্বশেষ অপশনটি নির্বাচন না করলে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনার পিসিতে ফাইল পাঠাতে পারবে, এক্ষেত্রে অ্যাপটি চালু থাকুক কিংবা ব্যাকগ্রাউন্ডে চলুক না কেনো।

    পিসি থেকে অ্যান্ড্রয়েড ফোনে ফাইল পাঠাতে সাধারণভাবে ফাইলকে নেয়ারবাই শেয়ার অ্যাপে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিংবা রাইট ক্লিক করে নেয়ারবাই শেয়ার অপশন ক্লিক করে ফাইল পাঠানো যাবে। উভয় ডিভাইসে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার হলে অনুমতি ছাড়াই ফাইল ট্রান্সফার হবে। এক্ষেত্রে একটি ডিভাইস থেকে অপরটির দূরত্ব ১৬ ফিটের মধ্যে থাকলেই হবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.