Thursday, December 19, 2024
More

    সর্বশেষ

    গুগলের জেমিনি এআইতে মেমোরি ফিচার চালু

    প্রচারণা ডটকম: গুগলের জেমিনি এআই-এর নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে মেমোরি ফিচার। এ বছরের ফেব্রুয়ারিতে, ওপেনএআই ঘোষণা করেছিল যে চ্যাটজিপিটি মেমোরি ফিচার আনবে, যা ব্যবহারকারীদের সাথে পূর্বের কথোপকথন মনে রাখতে সক্ষম হবে। এখন গুগল তাদের জেমিনি এআইতে ঠিক একই ধরনের ফিচার যুক্ত করেছে।

    গুগলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, জেমিনি এখন ব্যবহারকারীর আগ্রহ এবং পছন্দগুলো মনে রাখতে পারে, যা এআইকে আরও সহায়ক এবং নির্ভুল উত্তর প্রদান করতে সহায়তা করবে।

    ব্যবহারকারীরা সাধারণ কথোপকথনের মাধ্যমে অথবা জেমিনির সেভড ইনফো পেজে গিয়ে তাদের আগ্রহ বা তথ্য শেয়ার করতে পারেন। সেখানে শেয়ার করা তথ্য দেখা, সম্পাদনা বা মুছে ফেলা সম্ভব। জেমিনি যখনই আপনার সংরক্ষিত তথ্য ব্যবহার করবে, তখন আপনাকে তা জানিয়ে দেবে।

    এই ফিচার বর্তমানে শুধুমাত্র ইংরেজি ভাষায় পাওয়া যাচ্ছে এবং এটি গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্লানের জেমিনি অ্যাডভান্সড-এ অন্তর্ভুক্ত। এই ফিচারটি চালু করলে, ব্যবহারকারীরা প্রতিবার একই তথ্য পুনরাবৃত্তি না করেও আরও ‘স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য ফলাফল’ পাবেন বলে গুগল দাবি করছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.