Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ভারতে গুগলকে ১৩৩৭ কোটি রূপি জরিমানা

    এবার ভারতের কেন্দ্রের তোপের মুখে প্রযুক্তি জায়ান্ট গুগল। বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাকে!

    কেন্দ্রের দাবি, প্রভাব খাটিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য, প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে গুগল। আর সেই জন্যই এবার অ‌্যালফাবেট আইএনসি-র আওতাধীন গুগলকে মোটা টাকার জরিমানা করল কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের অধীনস্থ জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা সিসিআই আন্তর্জাতিক এই সংস্থাটিকে ১৩৩৭.৭৬ কোটি রূপির জরিমানা করেছে।

    সিসিআই-এর দাবি অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) শুধু পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলোর লাইসেন্সও দিয়ে থাকে তারা। তাই স্মার্টফোট হ‌্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলিও নিজেদের মোবাইল ফোনে ওএস এবং গুগল অ্যাপ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হয়। সে কারণে গুগলের তৈরি অধিকার এবং বাধ্যবাধকতা সংক্রান্ত একাধিক চুক্তিতেও সই করতে হয় তাদের। যার মধ্যে অন্যতম হল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। তার আওতায় গুগলের সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার, উইজেট আগে থেকেই ইনস্টল করে দেওয়া হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে।

    এভাবে ৯৮ শতাংশ স্মাটফোনের বাজারই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে গুগল। স্বাভাবিকভাবেই তাই অন্য প্রতিযোগীদের থেকে সর্বদা এগিয়ে থাকে গুগল। এভাবে তারা অন্যের বাজার দখলের পথে আসলে প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে মুনাফাও একাই ভোগ করে। আর এর জন্য ধাক্কা খায় অন্য সংস্থাগুলো। সেই কারণেই গুগলকে জরিমানার মুখে পড়তে হয়েছে।

    এবার এর পাল্টা অভিযোগে গুগল জানায়, কেন্দ্রের এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবহারকারী এবং ব্যবসা, উভয়ই সমস্যায় পড়তে পারে। যাঁরা অ্যান্ড্রয়েডের নিরাপত্তাকে বিশ্বাস করেন, সেই ব্যবহারকারীরাও ধাক্কা খেতে পারেন। সেই সঙ্গে দেশের বাজারে বাড়তে পারে স্মার্টফোনের দামও! বিষয়টি পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে গুগল।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.