Thursday, January 9, 2025
More

    সর্বশেষ

    শেয়ারচ্যাটের ২০ শতাংশ কর্মী ছাঁটাই

    বিশ্বের তথ্যপ্রযুক্তি খাত একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর এই সেক্টরটিতে ব্যাপক ছাঁটাই হয়। মনে করা হচ্ছে যে পরিস্থিতি একই থাকবে অথবা ২০২৩ সালে অবস্থা আরও খারাপ হতে পারে। বছরের শুরুতে, অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বিশ্বব্যাপী ১৮ হাজার কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছিলেন। অ্যামাজনে ছাঁটাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অ্যামাজনের পরে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

    শেয়ারচ্যাটে গুগলের একটি বৃহৎ অংশের শেয়ার রয়েছে। সোমবার প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছে। ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, শেয়ারচ্যাট এবং এর শর্ট ভিডিও অ্যাপ মোজ প্রায় ৫০০ জন কর্মীকে ছাঁটাইয়ের বর্তমান রাউন্ডে বরখাস্ত করতে পারে।

    শেয়ারচ্যাটের মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের একটি কোম্পানি হিসাবে আমাদের ইতিহাসে সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমাদের প্রতিভাবান কর্মীদের প্রায় ২০ শতাংশকে ছেড়ে দিতে হচ্ছে, যারা এই স্টার্ট-আপ যাত্রায় আমাদের সঙ্গে ছিলো। মুখপাত্র আরও বলেন, ‘পরিচালন ব্যয বেড়ে গেছে, কোম্পানিগুলিকে তাদের অগ্রাধিকারের বিষয়ে ভাবতে হবে এবং শুধুমাত্র সর্বোচ্চ প্রভাবযুক্ত প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে হবে’।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.