Friday, December 27, 2024
More

    সর্বশেষ

    সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে ফুডপ্যান্ডা দিচ্ছে বিশেষ ছাড় ও ভাউচার 

    প্রচারণা ডটকম: দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় ‘পিক-আপ উইক’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু হয়েছে, ক্যাম্পেইনটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

    এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্টে থেকে ন্যূনতম ৫০ টাকার পিক-আপ অর্ডারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ৯৯৯ টাকার বেশি পিক-আপ অর্ডারে অতিরিক্ত ১৫০ টাকার ছাড় ভাউচারও পাওয়া যাবে। বার্গার কিং, চীজ, ম্যাডশেফ, চিলক্স, ডিগার, আলফ্রেসকো, ওয়াও মোমোসহ আরও কিছু জনপ্রিয় রেস্টুরেন্টে পিক-আপ অর্ডারে বিশেষ এ অফার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

    ফুডপান্ডা অ্যাপে পিকআপ সুবিধা থেকে গ্রাহকেরা পছন্দের খাবার প্রি-অর্ডার করে অল্প সময়ে ও সহজে নিজেই রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এ সুবিধায় কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না এবং রেস্টুরেন্টে খাবার সংগ্রহের জন্য অপেক্ষাও করতে হয় না।

    পিক-আপ এর কান্ট্রি লিড সুজন চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি দেশের রেস্তোরাঁ খাতের বিকাশে সেরা দামে সেরা খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার পিক-আপ সুবিধাটি ব্যবহারকারীদের অনলাইন অর্ডারের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি সাশ্রয়ী অর্ডারের বাড়তি চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।”

    পিক-আপ সুবিধাটি ব্যবহার করতে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে হোমপেজে প্রদর্শিত অপশন থেকে ‘পিক-আপ’ নির্বাচন করতে হবে। এরপর নিকটস্থ কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করতে হবে। তারপর ভাউচার যোগ করে পিক-আপ অর্ডার প্লেস করতে হবে। খাবার প্রস্তুত হলে ব্যবহারকারী একটি নোটিফিকেশন পাবেন এবং সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবারটি সংগ্রহ করতে পারবেন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.