প্রচারণা ডটকম : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভাইন অ্যাপ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চলতি বছর শেষের আগেই পুনরায় অ্যাপটি চালুর জন্য একদল প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন তিনি। খবর সিএনবিসি।
ভাইন অ্যাপ একটি শর্টভিডিও প্লাটফর্ম, যেখানে একজন ব্যবহারকারী ৬ সেকেন্ডের ভিডিও প্রকাশ করতে পারতেন। টুইটার অ্যাপটিকে ২০১২ সালে নিজেদের করে নিলেও চার বছর পর ২০১৬ সালে সেটি বন্ধ করে দেয়।
সম্প্রতি ইলন মাস্ক তার ১১ কোটি ২০ লাখ টুইটার অনুসারীকে নিয়ে একটি জরিপ করেছেন। জরিপে তিনি জানতে চেয়েছেন, ব্রিং ব্যাক ভাইন? ভাইন অ্যাপটি কি ফিরিয়ে আনা প্রয়োজন? টুইটে মাস্কের চালানো জরিপে ৪৯ লাখ ২০ হাজার ১৫৫ জন ব্যবহারকারী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬৯ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী অ্যাপটি ফিরিয়ে আনার পক্ষে সমর্থন জানিয়েছে।
টুইটারের ভিডিও প্লাটফর্মের অ্যাপটি ফিরিয়ে আনা হলে চীনের উইচ্যাটের মতো টুইটারও একটি সুপার অ্যাপে পরিণত হবে বলেই মনে করছেন টেসলা প্রধান ইলন মাস্ক।