Thursday, March 6, 2025
More

    সর্বশেষ

    রিয়েলমির আল্ট্রা ফোনে যুক্ত করা যাবে ডিএসএলআর লেন্স

    প্রচারণা ডটকম: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫ সম্মেলনে ‘আল্ট্রা ফোনের কনসেপ্ট ঘোষণা  প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি।  এই ডিভাইসে প্রোটোটাইপ  ‘ইন্টারচেঞ্জঅ্যাবল লেন্স সেটআপ’ বা লেন্স বদল করার মতো অত্যাধুনিক প্রযুক্তি চমক রয়েছে। এই অভিনব ও যুগান্তকারী স্মার্টফোনে থাকবে- ‘প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম’ এর সঙ্গে যুক্ত ১-ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর। যেটি ব্যবহারকারীদের সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ করে দেবে।

    এতে থাকবে- ৭৩এমএম পোট্রের্ট এবং ২৩৪এমএম টেলিফটো, এ দুটি প্রো-লেভেল লেন্সেস। এছাড়া ক্রিমি বোকেহ সহ ১০ গুণ জুম সহ এটি ডিভাইসকে এত দারুণ স্বচ্ছতা দেয়, যা মোবাইল ডিভাইসের জন্য অকল্পনীয়।

    এছাড়া রিয়েলমি ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে তিন বছরের কৌশল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ‘মিড থেকে হাইএন্ড’ মার্কেটে গুরুত্ব দিয়ে কোম্পানিটি বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগণ করার কথা ভাবছে।

    এ প্রসঙ্গে রিয়েলমি ভাইস-প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, “প্রবৃদ্ধির এই নতুন সময়ে, টেকসই অর্জনে আমরা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী উপযোগী উদ্ভাবনে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”

    তিনি আরও বলেন, “আমাদের নতুন কৌশলগত পরিকল্পনায় শুধুমাত্র বাজার সম্প্রসারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে না; বরং প্রযুক্তির জনপ্রিয়তার মাধ্যমে তা তরুণ প্রজন্মের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রযুক্তিখাতে প্রতিনিয়ত প্রযুক্তি ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।”

    কৌশলগত পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে- কোম্পানিটি প্রোডাক্ট প্ল্যানিং, ব্র্যান্ড এনহেন্সমেন্ট এবং প্রযুক্তিগত উদ্ভাবন এর সমন্বয়ে আমরা একটি রোডম্যাপ প্রস্তুত করছে।

    এছাড়া- এমডব্লিউসি ২০২৫ সম্মেলনে রিয়েলমি ৩টি সিগনেচার প্রোডাক্ট এর গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে। এ সবগুলো পণ্যই ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে এবং বিশ্বব্যাপী তরুণদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রিয়েলমি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.