ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জেরে রাশিয়া থেকে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো প্রযুক্তি কোম্পানি ডেল। চলতি মাসে মাঝামাঝি রাশিয়াতে নিজেদের কার্যালয় বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পরই নিজস্ব পণ্য বিক্রি বন্ধের কথা জানায় ডেল। একইসাথে যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল মার্কিন কোম্পানিটি। অবশেষে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিয়েছে তারা।
এক বিজ্ঞপ্তিতে ডেলের মুখপাত্র মাইক সিমিয়েনাস বলেছেন, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা রাশিয়াতে আমাদের সকল কার্যালয় ও কার্যক্রম বন্ধ করে দিয়েছি।
তবে রাশিয়ান সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ডেলের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা সেন্ট পিটার্সবার্গ ও মস্কোর পক্ষ থেকে চাকরির প্রস্তাব পেয়েছে।