ক.বি.ডেস্ক: বাংলাদেশ সরকারের কমপিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এর নিয়মিত পর্যবেক্ষণে অতি সম্প্রতি বাংলাদেশে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অব-সার্ভিস (DDoS) সাইবার আক্রমণ পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সকল গুরুত্বপূর্ণ সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহনের অনুরোধ করা হয়েছে।
ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অব-সার্ভিস (DDoS) এক ধরনের সাইবার আক্রমণ যা সাইবার অপরাধী দ্বারা নিয়ন্ত্রিত বিস্তৃত বটনেট থেকে কোন সুনির্দিষ্ট আইটি পরিকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত সেবা প্রদানে বাধা প্রদানের জন্য পরিচালিত হয়। এই সাইবার আক্রমণে TCP Push Flood, UDP Flood, TCP RST flood, TCP SYN Flood, TCP Window Size flood, IP fragment flood DDos অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গিয়েছে।
উদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশে সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইন অনুসরণ পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডিডস (Anti-DDOS)হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করে সঠিক Anti-DDoS Protection Threshold লিমিট সেট করার জন্য সুপারিশ করেছে বিজিডি ই-গভ সার্ট।