Friday, January 10, 2025
More

    সর্বশেষ

    ভুলে ৭২ লাখ ডলার রিফান্ড দিলো ক্রিপ্টো ডটকম

    গত বছর থিভামানোগারি ভ্যানিভেল নামের এক অস্ট্রেলিয়ান নারী ক্রিপ্টো ডটকম প্ল্যাটফর্মে ১০০ অস্ট্রেলিয়ান ডলার (৬৮ মার্কিন ডলার) এর রিফান্ড আবেদন করে। তবে এর পরিবর্তে তিনি এক কোটি ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার তথা ৭২ লাখ মার্কিন ডলার পেয়ে যান।

    সবচেয়ে আশ্চর্যের বিষয় হুলো ভুলে এতো পরিমান রিফান্ড দিলেও সেটি জানতে তাদের দীর্ঘ সাত মাস সময় লেগেছে।

    খবরে বলা হয়, ম্যানিভেল মাত্র ১০০ অস্ট্রেলিয়ান ডলার রিফান্ড চেয়েছিলেন। তবে ক্রিপ্টো ডটকমের একজন কর্মী ম্যানিভেলের অ্যাকাউন্ট নাম্বারটি ভুলে পেমেন্ট সেকশনে ইনপুট দিয়ে ফেলেন। ফলে তার অ্যাকাউন্টে বর্তমানে বাজারমূল্যের ৭২ লাখ ডলার রিফান্ড হয়ে যায়।

    গত বছরের মে মাসে এই রিফান্ড করা হরেও ডিসেম্বরে অডিটের সময় সেটি ধরা পড়ে, যা ক্যালেন্ডারের হিসাবে প্রায় সাত মাস।

    মজার বিষয় হলো, ম্যানিভেল অর্থ পাওয়ার পরই সেটি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন। একইমাসে তিনি সাড়ে ১৩ লাখ অস্ট্রেলিয়ান ডলারে একটি পাঁচ বেডরুমের বাড়ি কেনেন এবং তার মালিকানা বোনকে দিয়ে দেন। আদালত দ্রুত বাড়িটি বিক্রির নির্দেশ দিয়েছে এবং সুদসহ সমুদয় টাকা ক্রিপ্টো ডটকমকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.