প্রচারণা ডটকম : সরকার কর্তৃক একাধিক রাজ্যে নিষিদ্ধের পর এবার যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ হচ্ছে টিকটক। আইনপ্রণেতারা অভিযোগ করছেন, টিকটক ব্যবহারকারীদের তথ্য চীনের পাচার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের ডিভাইসগুলোতে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়। খবর গিজমোডো।
ইউনিভার্সিটি অব ওকলাহোমা এবং অউবার্ন ইউনির্ভাসিটি ইতিমধ্যেই নিজ নিজ ঘোষণায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে টিকটক নিষিদ্ধ করেছে। ফলে প্রতিষ্ঠানটির কম্পিউটার এবং ওয়াইফাই নেটওয়ার্ক থেকে টিকটক ব্যবহার করা যাবে না। তবে এখনও শিক্ষার্থীরা তাদের মোবাইল ডেটা ব্যবহার করে নিজস্ব ডিভাইসে টিকটক অ্যাক্সেস করতে পারছেন।
এক ইমেইলে ওকলাহোমো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জানানো হয়, গভর্নরের নির্বাহী আদেশ ২০২২-২৩ এর সাথে সঙ্গতি রেখে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বা পরিচালিত ডিভাইসে কোনো কর্মী কিংবা শিক্ষার্থী টিকটক অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্যবহার করতে পারবে না। ওইউ ওয়্যার এবং ওয়্যারলেস নেটওয়ার্কেও এটি ব্যবহার করা যাবে না।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিকটক অ্যাকাউন্ট শিগগিরই বন্ধ করে দেয়া হবে এবং বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি চালু করা হবে।
জর্জিয়াতে ২৬টি পাবলিক ইউনিভার্সিটি ও কলেজে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র বলেন, রাজনৈতিক কারণে টিকটক নিষিদ্ধ করা হচ্ছে। এটা অকারণেই করা হচ্ছে, কারণ টিকটক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তায় কাজ শুরু করেছে।