প্রচারণা ডটকম : ব্যাটারি চার্জার ছাড়া আইফোন বিক্রি বন্ধে অ্যাপলকে নির্দেশ দিয়েছে ব্রাজিলের সরকার। গ্রাহকদের অসম্পূর্ণ পণ্য সরবরাহের দায়ে একইসাথে দুই দশমিক ৩৮ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার এই আদেশ জারি ও জরিমানা করা হয়।
রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, ব্রাজিলের বিচার মন্ত্রণালয় অ্যাপলকে এই জরিমানা করেছে। একইসাথে আইফোন ১২ ও পরবর্তী মডেল বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে যেসব ফোনের সাথে চার্জার নেই সেসব মডেলগুলোও বিক্রি করা যাবে না।
একটি জরুরী যন্ত্রাংশ বাদ রেখে গ্রাহকদের সাথে পক্ষপাতমূলক আচরণ করছে, এমনই অভিযোগ করে দেশটির অফিশিয়াল গেজেটে নতুন নির্দেশনা জারি করা হয়।
কার্বণ নির্সরণ কমাতে ফোনের সাথে চার্জার দেয়া হচ্ছে না, অ্যাপলের এমন দাবিকে নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বলেছেন যে, ব্যাটারি ছাড়া স্মার্টফোন বিক্রি করলে পরিবেশ সুরক্ষা হবে এমন কোনো প্রমাণ নেই।
অ্যাপল যখন নতুন আইফোন মডেল উন্মোচন করতে যাচ্ছে তার একদিন আগেই এই নির্দেশনা জারি ও জরিমানা করা হলো। এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।