Wednesday, January 8, 2025
More

    সর্বশেষ

    বেসিস সফটএক্সপো নিয়ে সেরা ৯টি প্রতিবেদন পাবে পুরস্কার

    প্রচারণা ডটকম : ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’১ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। এই আয়োজনকে ঘিরে সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণায় ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর আয়োজন করেছে বেসিস। তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি প্রতিবেদনকে এই পুরস্কার প্রদান করা হবে।

    বেসিস সভাপতি রাসেল টি আহমেদ জানান, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। এবারের বেসিস সফটএক্সপো দেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। সম্পূর্ণ বেসরকারি খাতের উদ্যোগে এমন বৃহৎ পরিসরে কোনো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী এর আগে অনুষ্ঠিত হয়নি। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরা। সেই সক্ষমতাকে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমাদের সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব হিসেবে দেশে ও বিদেশে প্রচার করবেন। আমরা চাই, সাংবাদিকদের সেই মহান পেশাগত দায়িত্বকে আমাদের সীমাবদ্ধ সক্ষমতার মাধ্যমে কিছুটা হলেও অনুপ্রেরণা দিতে। এজন্যই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’।

    প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়া, এই তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি সেরা প্রতিবেদনকে ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে বেসিস সফটএক্সপো নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো এই অ্যাওয়ার্ডসের জন্য বিবেচিত হবে।

    প্রতিবেদন জমা দেয়ার নিয়ম: বেসিসের জনসংযোগ বিভাগের অফিশিয়াল ইমেইলে (press@basis.org.bd) প্রতিবেদন জমা নেওয়া হবে। প্রতিবেদন জমা দেওয়ার সময় অবশ্যই ইমেইলের সাবজেক্টে ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে। একজন প্রতিবেদক সর্বোচ্চ তিনটি প্রতিবেদন জমা দিতে পারবেন। প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বাংলা ও ইংরেজিতে প্রতিযোগীর নাম, ইমেইল, মোবাইল নম্বর এবং বর্তমান কর্মস্থলের ঠিকানা জমা দিতে হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১ মার্চ ২০২৩।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.