Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    আগামী বছরেই মহাকাশে যাবে অ্যামাজনের স্যাটেলাইট

    স্যাটেলাইটনির্ভর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আগামী বছরেই মহাকাশে পাঠানো হবে অ্যামাজনের স্যাটেলাইট। ইন্টারনেট সেবা এই প্রকল্প ‘প্রজেক্ট কাইপার’ এর প্রথম দুটি প্রোটোটাইপ স্যাটেলাইট আগামী বছরের প্রথমার্ধেই মহাকাশে পাঠানো হবে। খবর এনগ্যাজেট।

    খবরে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ অ্যামাজন তাদের প্রথম স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছিলো। তবে সেই অবস্থান থেকে সরে গিয়েছে কোম্পানিটি। সময়সূচির পাশাপাশি বদলে ফেলা হয়েছে রকেটও।

    মূলত ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক এবং ওয়ানওয়েবের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সাথে টেক্কা দিতেই এই উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্ট।

    যুক্তরাষ্ট্রভিত্তিক রকেট নির্মাতা কোম্পানি ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ)’ এর ভালকান সেন্টর রকেটে স্যাটেলাইটগুলো মহাকাশে বয়ে নিয়ে যাওয়া হবে। কাইপারস্যাট-১ এবং কাইপারস্যাট-২ স্যাটেলাইট দুটি বছরের প্রথমদিকেই মহাকামে পাঠানো হবে বলে জানিয়েছে অ্যামাজন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.