প্রচারণা ডটকম : যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের ব্যবসায় সম্প্রসারণে বেশ গুরুত্ব দিচ্ছে স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামেজফিট। এই লক্ষে ট্রেড-ইন কর্মসূচি চালুর কথা ভাবছে কোম্পানিটি।
অ্যামেজফিটের নতুন এই উদ্যোগের ফলে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ বের হওয়ার সঙ্গে সঙ্গে সেটি যুক্তরাষ্ট্রের বাজারে সহজে পাওয়া যাবে। বর্তমানে স্যামসাং, অ্যাপলসহ বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি যুক্তরাষ্ট্রে নিজেদের পণ্য প্রসারে যা করছে সেই অনুযায়ীই হবে অ্যামেজফিটের ট্রেড-ইন প্রোগ্রাম।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যামেজফিটের ফার্স্ট পার্টি ও থার্ড পার্টি সেলস নেটওয়ার্ক রয়েছে। শিগগিরই উন্মোচন হতে যাওয়া জিটিএস ৪ ও জিটিআর মডেলের স্মার্টওয়াচগুলো ট্রেড-ইন কর্মসূচির মাধ্যমে বিক্রি হবে।
ক্রেতা ধরতে নতুন মডেলগুলোয় সোয়াপ সুবিধা রাখছে অ্যামেজফিট। ক্রেতার কাছে অ্যামেজফিটের পুরনো কোনো ঘড়ি থাকলে সেটির পরিবর্তে নতুন মডেলের কোনো একটি ঘড়ি নেয়া যাবে।