Friday, January 10, 2025
More

    সর্বশেষ

    ডাটা সেন্টারে মনোযোগ দিচ্ছে আদানি গ্রুপ

    ২০২১ সালে ভারতের ডাটা সেন্টার বাজার ৪৪৭ মেগাওয়াটে পৌঁছেছে, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৯০ কোটি ডলার। এই বাজারকে দ্বিগুনেরও বেশি করতে মনোযোগ দিচ্ছে ভারতের আদানি গ্রুপ। আগামী ১০ বছরে এক হাজার মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গ্রুপটির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানিকনেক্স। খবর ইন্ডিয়া টাইমস।

    আদানিকনেক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডাটা সেন্টার ব্যবসার প্রধান সঞ্জয় ভুটানি বলেন, ভারতে মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, বেঙ্গালুরু ও পুনেতে প্রথম সাতটি ডাটা সেন্টার স্থাপন করা হবে।

    ৯.৯ গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার ও প্রধানের সম্মেলনে ভুটানি বলেন, এক দশকের মধ্যে এক হাজার মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করা আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অন্যতম অংশ।

    ভুটানি জানান, যে ছয়টি শহরে প্রথম সাতটি ডাটা সেন্টার স্থাপন করা হবে তিন বছরের মধ্যে সেগুলোর সক্ষমতা ৪৫০ মেগাওয়াটে পরিণত করা হবে।

    তিনি আরও বলেন, ডাটা সেন্টার ব্যবসার জন্য সমুদ্রের তলদেশ দিয়ে কেবল সংযোগে যুক্ত হওয়া মুখ্য। এদিক থেকে মুম্বাই ও চেন্নাই প্রধান দুটি স্থান, যেগুলো আন্ডার সি কেবলের মাধ্যমে যুক্ত।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.