Thursday, January 9, 2025

সর্বশেষ

৩ ন্যানোমিটারের চিপ আনছে ইন্টেল

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল পুররায় চিপ উতপাদন খাতে নিজেদের শীর্ষ অবন্থান ফিরে পেতে কাজ করছে। পাশাপাশি পিসির জগতে অপ্রতিদ্বন্দ্বি নেতৃত্বের জায়গা নিবে।তারই পরিপেক্ষিতে ৩ ন্যানোমিটারের অত্যাধুনিক প্রযুক্তির চিপ উতপাদনের কথা জানিয়েছে ইন্টেল।

ইন্টেল প্রাথমকিভাবে তাদের ম্যানুফ্যাকচারিং নোডের নাম পরিবর্তন করছে। ১০ ন্যানোমিটার অ্যানহ্যান্সড সুপারফিন নামে পরিচিত ছিলো সেটি এখন ৭।ইন্টেল তাদের পণ্যে ৭ ন্যানোমিটারের বাইরে প্রতিবছরই বেশকিছু আপডেট আনছে। প্রতিষ্ঠানটি আন্ডার লেন চিপ বাজারে আনতে যাচ্ছে। যেটি ৪ ন্যানোমিটারের লেক চিপের আদলে তৈরি করা হবে।সঙ্গে ইন্টেলের থ্রিডি স্ট্যাকড চিপ প্রযুক্তি থাকবে।প্রতিষ্ঠানটি একটি ইইউভি ভিত্তিক ৩ ন্যানোমিটার নোডের জন্য প্রযুক্তি ম্যাপ করেছে। যা চিপ তৈরির কাজকে সংসংহত করবে।

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.