Saturday, November 23, 2024
More

    সর্বশেষ

    ২৭ ডিসেম্বর রবিবার ইসিএসের ‘ইসি নির্বাচন’

    নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে সংগঠনের সদস্যরা প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী প্রতিনিধি বাছাইও করা হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়া আবার প্রয়োগ হয় বহু বেসরকারী সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। ক্লাব বা সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রক্রিয়ার ব্যবহার করা হয়। আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের উপায় হিসেবে নির্বাচনের সার্বজনীন ব্যবহার করা হচ্ছে। নির্বাচনকে শাসকগোষ্ঠীর একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো এবং বেশিরভাগ দপ্তরই পূরণ করা হতো বাছাইয়ের মাধ্যমে। এই নির্বাচন দায়িত্ব ভাগ করে দেওয়া বা অ্যালটমেন্ট নামেও পরিচিত ছিল, এর মাধ্যমেই পদাধিকারীদেরও বেছে নেওয়া হতো। নির্বাচিত করার মানে হলো বাছাই করা অথবা একটা সিদ্ধান্ত নেওয়া।

    ইসিএসের ইসি নির্বাচন ২৭ ডিসেম্বর  রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে

    তারই পরিপ্রেক্ষিতে গণন্তান্ত্রিক পন্থায় এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য গোপন ব্যালটের মাধ্যমে আগামী ২৭ ডিসেম্বর রবিবার ইসিএসের প্রধান কার্যালয়ে (৯৫ সিটি সুপার মার্কেট-৫ম তলা, নিউ এলিফ্যান্ট রোড) ২০২১-২০২২ মেয়াদকালের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন কমপিউটার সোর্স মেশিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছাব উল্লাহ্ খান জুয়েল এবং নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন এম এইচ নেটকমের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল হোসেন (আবিদ) ও সাইবার রিলেশনের স্বত্বাধিকারী সাজেদুল হক শাহিন।

    ইসিএসের ২০২১-২০২২ মেয়াদকালের ১১ সদস্যের ইসি নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি এবং ৩টি নির্বাহী সদস্য পদে একক প্রার্থী রয়েছেন। তাই এই সকল পদে নির্বাচন অনুষ্টিত হবেনা এবং ব্যালট পেপারেও সেই সকল পদ থাকবেনা। বাকি ৬টি পদ- সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, আইটি সম্পাদক, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ছবিতে বা থেকে: সভাপতি পদে টেক হিলের মোস্তাফিজুর রহমান তুহিন; সহ-সভাপতি পদে সাউথ বাংলা কমপিউটার্সের কামরুজ্জামান ভূঁইয়া; সাধারণ সম্পাদক পদে মাইক্রোসান সিস্টেমের এস এম ওয়াহিদুজ্জামন এবং দ্য ড্রিমল্যান্ড কমপিউটারের মো. আহাদ উল্লাহ খান রুবেল; যুগ্ম সম্পাদক পদে বিজনেস কমপিউটারের মো. তসলিম

    টেক হিলের মোস্তাফিজুর রহমান তুহিন সভাপতি; সাউথ বাংলা কমপিউটার্সের কামরুজ্জামান ভূঁইয়া সহ-সভাপতি; কমপিউটার আর্কাইভস আইটি সার্ভিসেস অ্যান্ড সলিউশনের মো. কামাল হোসেন, কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ এবং থ্রি স্টার ট্রেডিংয়ের মো. মনু মিয়া নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ২৭ ডিসেম্বর নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত ফলাফল ঘোষনা করবেন।

    ইসিএসের ২০২১-২০২২ মেয়াদকালের ইসি নির্বাচনে নির্বাচনী তফসিল অনুয়ায়ি এবারের নির্বাচনে মোট ভোটার হলেন ৪৯১ জন্য। ইসিএসের ভোটাররা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইসি নির্বাচনে ১১ সদস্যের নুতন কমিটি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে বেছে নিবেন। ২৭ ডিসেম্বর  রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। ভোট গননা ২৭ ডিসেম্বর। প্রাথমিক ফলাফল ঘোষনা ২৭ ডিসেম্বর। ফলাফল নিয়ে কোনো অভিযোগ থাকলে তা দাখিলের শেষ সময় ২৮ ডিসেম্বর সোমবার বেলা ২টা। ফলাফল নিয়ে কোনো অভিযোগ থাকলে তার শুনানী ও নিস্পত্তি ২৮ ডিসেম্বর সেমাবার। নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা ২৮ ডিসেম্বর সোমবার।

    ছবিতে বা থেকে: যুগ্ম সম্পাদক পদে টেকনো প্যালেসের শেখ মাঈনউদ্দিন মজুমদার (সোহাগ);  কোষাধ্যক্ষ পদে এ এম কমপিউটারের মো. মাহফুজুল আলম এবং টেকনো ক্রেসির এ টি এম মাসুদ; আইটি সম্পাদক পদে রেইন ক্রপস আইটির মো. মাসুদ আলম এবং তানভির কমপিউটারের মো. তানজিল; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে  এ কে কমপিউটারের মো. আরশাদ খান

    নির্বাচনী তফসিল অনুয়ায়ি ইসিএসের ২০২১-২০২২ মেয়াদকালের ইসি নির্বাচনে ১১ পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে টেক হিলের মোস্তাফিজুর রহমান তুহিন; সহ-সভাপতি পদে সাউথ বাংলা কমপিউটার্সের কামরুজ্জামান ভূঁইয়া; সাধারণ সম্পাদক পদে মাইক্রোসান সিস্টেমের এস এম ওয়াহিদুজ্জামন এবং দ্য ড্রিমল্যান্ড কমপিউটারের মো. আহাদ উল্লাহ খান রুবেল; যুগ্ম সম্পাদক পদে বিজনেস কমপিউটারের মো. তসলিম এবং টেকনো প্যালেসের শেখ মাঈনউদ্দিন মজুমদার (সোহাগ);  কোষাধ্যক্ষ পদে এ এম কমপিউটারের মো. মাহফুজুল আলম এবং টেকনো ক্রেসির এ টি এম মাসুদ; আইটি সম্পাদক পদে রেইন ক্রপস আইটির মো. মাসুদ আলম এবং তানভির কমপিউটারের মো. তানজিল;  প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে  এ কে কমপিউটারের মো. আরশাদ খান এবং  সিনথিয়া কমপিউটার অ্যান্ড ইনফরমেশনের মো. রাসেল মিয়া; সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সিম্ফোটেক কমপিউটারের নাজিম আহমেদ এবং কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম; নির্বাহী সদস্য পদে কমপিউটার আর্কাইভস আইটি সার্ভিসেস অ্যান্ড সলিউশনের মো. কামাল হোসেন, কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ এবং থ্রি স্টার ট্রেডিং কো. এর মো. মনু মিয়া।

    ছবিতে বা থেকে: প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে সিনথিয়া কমপিউটার অ্যান্ড ইনফরমেশনের মো. রাসেল মিয়া; সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সিম্ফোটেক কমপিউটারের নাজিম আহমেদ এবং কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম; ৩ নির্বাহী সদস্য পদে কমপিউটার আর্কাইভস আইটি সার্ভিসেস অ্যান্ড সলিউশনের মো. কামাল হোসেন, কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ এবং থ্রি স্টার ট্রেডিং কো. এর মো. মনু মিয়া

    ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও আইসিটি খাতের উন্নয়নে এলিফ্যান্ট রোডের কমপিউটার ব্যবসায়ীরা সহযোগী হিসাবে সুদীর্ঘকাল যাবত কাজ করে আসছেন। দেশের অব্যাহত উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবং সমগ্র বাংলাদেশের কমপিউটার ব্যবসায়ীদের কল্যাণের জন্য ইসিএস কাজ করে আসছে।

    প্রতিদ্বন্দিতা যতই থাকুক, নির্বাচন উপলক্ষে ইসিএসের সদস্যদের মধ্যে একটি উতসব উতসব ভাব বজায় থাকে। এই নির্বাচন যেন এক মহামিলন মেলায় পরিনত হয়। ইসিএসের ৪৯১ জন সদস্য ভোট দিয়ে তাদের নতুন নেতৃত্ব বেছে নিবেন। নির্বাচনে সারা দিনই থাকবে উতসবমুখর পরিবেশ এমনটাই প্রত্যাশা সকলের।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.