Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ১০ শতাংশ ছাড়ে দারাজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

    ক.বি.ডেস্ক: রিয়েলমি’র স্মার্টফোন এখন ১০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে দারাজের মার্চ ম্যাডনেস ক্যাম্পেইনের ফ্ল্যাশ সেলে। সঙ্গে থাকছে সর্বোচ্চ ১২ মাসের ইএমআই সুবিধা। কেনার জন্য ক্লিক করুন – https://click.daraz.com.bd/e/_6zsJY

    ক্যাম্পেইন চলাকালীন, নতুন উন্মোচন করা রিয়েলমি ৯আই (৬জিবি র‍্যাম/১২৮ জিবি) কেনা যাবে মাত্র ১৭,৬৫৩ টাকায়; রিয়েলমি ৮ ৫জি (৮জিবি/১২৮ জিবি) মাত্র ২০,৮৪২ টাকায়; রিয়েলমি ৮ (৮জিবি/১২৮ জিবি) মাত্র ২০,৬১৯ টাকায়; জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮ জিবি) মাত্র ৩১,০১১ টাকায়; রিয়েলমি নারজো ৫০আই (৪জিবি/৬৪ জিবি) মাত্র ৯,৯৪৬ টাকায় এবং জিটি নিও ২ (৮জিবি/১২৮ জিবি) পাওয়া যাবে মাত্র ৩৬,১৯৭ টাকায়। এ ছাড়াও এই ক্যাম্পেইন চলাকালীন রিয়েলমি সি সিরিজের স্মার্টফোনগুলোও দারুণ ছাড়ে কিনতে পারবেন গ্রাহকরা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.