Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    স্মার্ট টেকনোলজিসে ইন্টেল’র ১১ প্রজন্মের প্রসেসর

    ক.বি.ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো ইন্টেলের রকেট লেক সিরিজের একাদশ প্রজন্মের কোর আই ৭ প্রসেসর। ডেস্কটপ ভিত্তিক ভারটিক্যাল সেগমেন্টের এই প্রসেসরটির মডেল ‘আই ৭-১১৭০০’। ১৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই প্রসেসরটি

    আই ৭-১১৭০০: এই প্রসেসরটিতে রয়েছে ৬টি কোর এবং ১২টি থ্রেড। ১৬ মেগাবাইট ক্যাশ মেমোরি সমর্থিত প্রসেসরটি ইন্টেলের টার্বো বুষ্ট টেকনোলোজি সমর্থন করে। এর বেজ ক্লক স্পিড ২.৫০-৪.৯০ গিগাহাটর্জ। বিল্ট ইন গ্রাফিক্স হিসেবে রয়েছে ইউএইচডি ৭৫০। ফলে, ফোরকে রেজ্যুলেশনের ভিডিও চলবে অনায়াসে। ৬৫ ওয়াট টিডিপি হওয়ায় এই প্রসেসরটি বেশ বিদ্যুত সাশ্রয়ী। এলজিএ ১২০০ সকেট সমর্থিত এই প্রসেসরটি সকল দশম এবং একাদশ প্রজন্মের মাদারবোর্ড সমর্থন করে। রয়েছে হাইপার থ্রেডিং, ইন্টেল স্পিড স্টেপ টেকনোলোজি এবং ডিরেক্ট এক্স ১২.১। বিক্রয়োত্তর সেবা তিন বছর। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭০৯।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.