সৌর বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সমঝোতা স্বাক্ষর

0
88

বাংলাদেশের সৌর বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একত্রে কাজ করতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের তথা বিপিও খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ফিফোটেক ও মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি সামদো স্মার্ট সোলার অ্যান্যার্জি কোম্পানি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে অবস্থিত ফিফোটেকের হেড অফিসে প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন ও সামদো স্মার্ট সোলার অ্যান্যার্জির প্রতিষ্ঠাতা কে কে মানি সমঝোতা স্মারকে সই করেন। 

চুক্তি অনুযায়ী, দেশের সম্ভাবনাময় সৌর বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির বিপণন ও ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে একত্রে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। 

চুক্তি সই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিফোটেকের চিফ কমার্শিয়াল অফিসার আজমেরি রেজাক।

টেকইকম ডেক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে