Tuesday, September 17, 2024
More

    সর্বশেষ

    সিম্ফনি মোবাইলের সঙ্গে একশপ’র চুক্তি

    ক.বি.ডেস্ক: একশপে যুক্ত ডিজিটাল ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে গ্রামের মানুষ পণ্য অর্ডার করে শহর থেকে তা বাড়িতে বসে সরবরাহ নিতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য একশপের মাধ্যমে শহরের পাশাপাশি বৈশ্বিক বাজারে বিক্রি করতে পারছেন। একশপের মাধ্যমে মূলত দুই ধরনের সেবা দেয়া হয়। প্রথমত, গ্রামের সাধারণ জনগণ কোনো পণ্য কিনতে চাইলে এর মাধ্যমে কিনতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র ও আকর্ষণীয় (হস্তশিল্প) পণ্যগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে শহরে বিক্রি করা হচ্ছে।

    সরকারের আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের বড় একটি অংশ এখনও ডিজিটাল কমার্সের ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা থেকে বঞ্চিত। তাদেরকে একশপ ই-কমার্সে যুক্ত করছে। এসব উদ্যোক্তাদের জন্যই সিম্ফনি মোবাইলের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয় একশপ’র। এই চুক্তির মূল উদ্দ্যেশ্যই হলো প্রান্তিক জনগোষ্ঠীকে মোবাইলের মাধ্যমে কিভাবে ই-কমার্স-এ পন্য কেনা বেচা করা যায়  এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে লেনদেন করা তা আরও সহজতর করা এবং প্রচার করা। চুক্তিতে স্বাক্ষর করেন এটুআই’র হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।      

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.