ক.বি.ডেস্ক: সিটি ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড কমপিউটার টেকনোলজির (স্টেকোম ইউনিভার্সিটি) মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয় গতকাল মঙ্গলবার (১৫ জুন)। এই চুক্তির ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ দেশের গন্ডি পেরিয়ে গবেষণার সুযোগ পাবে। সেই সঙ্গে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী স্টেকোম ইউনিভার্সিটি এবং সেখান থেকে শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে।পাশাপাশি শিক্ষা সফরের সুযোগ থাকছে।
সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন স্টেকোম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. জোসেপ তেগুহ সেনতোজো এবং সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্-ই-আলম।।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির সিএসইর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।