Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    সাশ্রয়ী মূল্যে চুয়ি ব্র্যান্ডের নতুন ল্যাপটপ বাজারে

    ক.বি.ডেস্ক: শিক্ষার্থী এবং অফিসিয়াল কাজের কথা মাথায় রেখে বিশ্বখ্যাত চুয়ি ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ দেশে এনেছে প্রযুক্তি পণ্যের পরিবেশক সুরভি এন্টারপ্রাইজ। জেনুইন উইন্ডোজ ১০ সমৃদ্ধ চুয়ি ‘হিরোবুক প্রো’ নামের এ ল্যাপটপে রয়েছে ২.৬ গিগাহাটর্জ গতির ইন্টেল সেলেরন প্রসেসর, ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম। হিরোবুক প্রোর ১২৮ জিবি সংস্করণের মূল্য ২৬ হাজার ৫০০ টাকা এবং ২৫৬ জিবি সংস্করণের মূল্য ২৮ হাজার ৯০০ টাকা।

    চুয়ি হিরোবুক প্রো ল্যাটপটির ডিসপ্লে ১৩.৩ ইঞ্চি ৩২০০x১৮০০  কে রেজ্যুলেশনের।  ১.৬৭ কেজি ওজনের ডিভাইসটি একবার চার্জ দিলে ৬ থেকে ৯ ঘণ্টা টানা চালানো যাবে। ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট স্টোরেজে  দুটি সংস্করণে পাওয়া যাবে। স্বল্প দামের এ ল্যাপটপটির ২৫৬ গিগাবাইট সংস্করণে রয়েছে ১২৮ গিগাবাইট ইএমএমসি মেমোরি এবং ১২৮ জিবি এসএসডি মেমোরি সুবিধা যা এক টেরাইবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ১২৮ জিবি সংস্করণে ইএমএমসি স্টোরেজ ব্যবহৃত হয়েছে। ল্যাপটপটিতে রয়েছে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। ল্যাপটপটি টেকপ্লাটুন ডটকম থেকে (https://techplatoon.com.bd/chuwi) কিস্তিতে কেনা যাবে। বিস্তারিত: ০১৮৪৭০৫২০৭৫।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.