পৃথিবীর সবচাইতে পাতলা স্মার্টফোন হিসেবে এবার গিনেস বুকে নাম তুলেছে চাইনিজ মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি-র সর্বশেষ স্মার্টফোন এলফি এস-৫.১ (Elife S5.1)। সবচাইতে পাতলা এই স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৫.৩১ মিলিমিটার বা ০.২০৯ ইঞ্চি। পাতলা স্মার্টফোনের দৌড়ে এর আগের রেকর্ডটিও ছিল এই জিওনি কোম্পানিরই। সেই মডেলটি ছিল এলফি এস-৫.৫ (Elife S5.5)। ওই সেটটির পুরুত্ব ছিল ৫.৫ মিলিমিটার বা ০.২১৬ ইঞ্চি। অ্যান্ড্রয়েড অপারেটিং নির্ভর এলফি এস-৫.১ স্মার্টফোনটিতে রয়েছে ৪.৮ ইঞ্চি সাইজের ডিসপ্লে। পিছনে ৮ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১.২ গিগাহার্টজ প্রসেসরযুক্ত এ ফোনটিতে র্যাম রয়েছে ১ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ১৬ গিগাবাইট।