Thursday, September 19, 2024
More

    সর্বশেষ

    শেষ হল ‘অনলাইন গার্লস ইনোভেশন বুটক্যাম্প’

    ক.বি.ডেস্ক: নারীর উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে যেসব সমস্যার মুখে পরতে হয়,সেসব সমাধানে নানা বিষয়ের প্রশিক্ষণ,নেটওয়ার্কিং বা সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো ‘‘লার্ন,চেঞ্জ,ফ্লারিশ’’ শীর্ষক অনলাইন বুটক্যাম্প। গত মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ইএসডিজি৪বিডি প্রকল্প এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুর রাকিব, বিডিওএসএনের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিওএসএনের সাধারন সম্পাদক ও ইএসডিজি৪বিডি প্রকল্পের প্রেসিডেন্ট মুনির হাসান।

    অনুষ্ঠানে শামারুখ ফখরুদ্দীন বলেন, আমরাও আপনাদের মতো সমস্যায় পরেছি। সেখান থেকে পিছিয়ে যাইনি। আবার উঠে দাঁড়িয়েছি,লেগে থেকেছি তারপর আজকের জায়গায় এসেছি। কাজটা সহজ নয়। সংসার,বাচ্চা, সমাজের নানা উপহাস উপেক্ষা করেই আজকের এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই,যিনি যে কাজই করেন না কেন লেগে থাকুন। একই সঙ্গে সবাইকে প্রচুর বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

    মো. আবদুর রাকিব বলেন,উদ্যোক্তা তৈরিতে সরকারের আইডিয়া প্রকল্প সবার জন্য উন্মুক্ত। যাদের যে ধরণের আইডিয়া আছে তারা এই প্রকল্পের মাধ্যমে আসলে সব ধরণের সহায়তা দেওয়া হবে। কারণ উদ্যোক্তাদের সমস্যা সমাধান করাই এই প্রকল্পের কাজ। কোনো নতুন আইডিয়া পছন্দ হলে সেখানে প্রাথমিক ভাবে ১০ লাখ টাকা এককালীন দেওয়া হয় জানিয়ে তিনি জানান, ইনোভেশন বুট ক্যাম্পের মেয়েরা ও তাদের আইডিয়া নিয়ে যুক্ত হতে পারে।

    ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমার জীবনে সফলতার চেয়ে ব্যর্থতা বেশি। কিন্তু আমি থেমে থাকিনি। কারণ থেমে থাকা যাবেনা। প্রচুর ভুল হবে, অন্যদের চেয়ে হয়তো পিছিয়ে পরবেন কিন্তু থেমে থাকা যাবে না। এগিয়ে যাওয়ার যত সুযোগ আছে সবগুলোকে কাজে লাগাতে হবে। আর অবশ্যই প্রচুর বই পড়তে হবে। বই পড়লে ভয় কেটে যায়, মনে সাহস আসে। তাই বেশি বেশি বই পড়লে সমস্যাগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়া যায়।

    অনুষ্ঠানে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। কুরিয়ারের মাধ্যমে বিজয়ীদলগুলোকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও উদ্যোক্তা সংক্রান্ত বই পাঠিয়ে দেওয়া হবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.