Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    রিয়েলমি ৯ ফোরজি বিশেষ অফারে মিলছে দারাজে

    ক.বি.ডেস্ক: রিয়েলমি’র নতুন নাম্বার সিরিজের ফোন ‘‘রিয়েলমি ৯ ফোরজি’’ এখন দারাজে পাওয়া যাচ্ছে। আগ্রহী গ্রাহকরা দারাজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন – https://click.daraz.com.bd/e/_6YDLT । ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের আইএসওসেল এইচএম৬ সেন্সর। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সানবার্স্ট গোল্ড, মিটিওর ব্ল্যাক ও স্টারগেজ হোয়াইট এই তিনটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। দারাজ থেকে মাত্র ২৫,৯৭০ টাকায় ফোনটি কেনা যাবে।

    রিয়েলমি নাম্বার সিরিজের উদ্ভাবনীতে যোগ করেছে নতুন মাত্রা। রিয়েলমি ৯ ফোরজিতে রয়েছে এইচএম ৬ সেন্সরযুক্ত উচ্চমানের ১০৮ মেগা পিক্সেল প্রোলাইট ক্যামেরা। ব্যবহারকারীরা এই ক্যামেরা দিয়ে অনেক কম আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবেন। ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও, ৭.৯৯ মিলিমিটার পুরুত্ব ও ১৭৮ গ্রাম ওজনের এই ডিভাইসটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, রিপল হলোগ্রাফিক ডিজাইন, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ও ৩৩ ওয়াট ডার্ট চার্জ।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.