Thursday, December 26, 2024
More

    সর্বশেষ

    রনস টেক’র ই-কমার্স প্ল্যাটফর্মের যাত্রা

    ক.বি.ডেস্ক: দেশের আইসিটি খাতকে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে রনস টেক ই-কমার্স ওয়েবসাইটের ও বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে যাত্রা করলো নতুন ই-কমার্স প্রতিষ্ঠান রনস টেক (https://ronstech.com.bd)। রনস টেকের সেবাগুলোর মধ্যে রয়েছে দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, মানসম্মত আধুনিক পণ্যের সমাহার (৯,০০০টিরও বেশি পণ্য এবং ২০০+ব্র্যান্ড), ক্লাউড সার্ভিসের সুবিধা। প্রতিষ্ঠানটির বিজনেস মডেলে লেনদেনেও দুটি অপশন রয়েছে একটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি অন্যটি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হোম ডেলিভারি। এ ছাড়াও শোরুম থেকে ইন্সট্যান্ট পেমেন্টের মাধ্যমে ক্রেতাদের জন্য পিকআপের সুবিধা।

    প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও শেখ মনজুর হোসেন রানা বলেন, আমাদের ফিজিক্যাল কার্যক্রম শুরু হয় করোনার প্রথম লক ডাউনের পর ডিসেম্বর ২০২০ সাল থেকে। এর পরক্ষনেই ব্যবসায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আধুনিক ই-কমার্স ওয়েবসাইটের ব্যাপারে পরিকল্পনা হাতে নেই যাতে আমাদের ক্রেতাগন ফিজিক্যালি না এসেও ভার্সুয়্যাল ট্রানজেকশনের মাধ্যমে তাদের শতভাগ চাহিদা পূরণ করতে পারেন। আমরাও আমাদের শতভাগ টেকনিক্যাল ইনপুটের মাধ্যমে ক্রেতাসাধারনের জন্যে কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবা নিয়ে এসেছি যাতে তারা আমাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন।

    বিস্তারিত: https://ronstech.com.bd/

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.