Wednesday, July 2, 2025
More

    সর্বশেষ

    মাইক্রোল্যাব’র স্টাইলিশ হেডফোন বাজারে

    বর্তমানে হালের ট্রেন্ড হিসেবে অন ইয়ার ব্লুটুথ হেডসেটের জনপ্রিয়তা অনেক বেড়েছে। মাইক্রোল্যাব ব্রান্ড বাজারে নিয়ে এলো ফ্যাশনেবল ওয়্যারলেস হেডসেট ‘মোগুল’। এটি রেট্রো ডিজাইনের লেদার ফিনিশ হওয়ায় দেখতে অনেক চমতকার লাগে এবং সেই সঙ্গে ব্যবহারে প্রিমিয়াম ফিল আসে। অটো অ্যাডজাস্টমেন্টের সুবিধা থাকায় যে কেউ এটি ব্যবহার করতে পারবে। এক বছরের বিক্রয় পরবর্তী সেবা এবং মূল্য ৭৫০০ টাকা।

    মাইক্রোল্যাব ওয়্যারলেস হেডসেট মোগুল এর চমতকার ফিচারগুলো হল এতে মাইক্রোল্যাবের এক্সক্লুসিভ শেয়ার মি ফাংশনটি দেয়া আছে। ফলে আপনি দুইটি হেডসেট একই সঙ্গে একটি ডিভাইসের আওতায় কানেক্ট করে গান শুনতে পারবেন। ইনপুট হিসেবে রয়েছে ৩.৫ মিমি অডিও লাইন ইন ফাংশন । ফলে যেকোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। সেই সঙ্গে রয়েছে ব্লুটুথ স্ট্রিমিং তথা মিউজিকসহ ফোন আসা কলগুলো ধরতে পারবেন। এটি অ্যাপল সিরি এর সঙ্গে কম্প্যাটিবল। ব্লুটুথ ভার্সন ৪.১ সঙ্গে এইচএসপি, এইচএফপি, এটুডিপি, এভিআরসিপি প্রোফাইলগুলি সমর্থন করবে। স্ট্যান্ডবাই সময় পাবেন ৭০০ ঘন্টা এবং প্লে টাইম ২১ ঘন্টা। হ্যান্ডস-ফ্রি কলগুলো রিসিভ করার জন্য এতে মাইক্রোফোন  আছে। সঙ্গে পাবেন একটি আকর্ষণীয় পাউস।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.