করোনা ভাইরাস মহামারীর এই সময়ে ভাইরাস সংক্রমণ নিয়ে অ্যান্ড্রয়েড গেম তৈরি করেছে বাংলাদেশি গেম ডেভলপার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ম্যাঙ্গো।
এটি একটি চলমান সারভাইভাল গেম, যেখানে প্লেয়ারকে একের পর এক ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য ছুটতে হবে। বিভিন্ন ধরণের ছোঁয়াচে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি ভাইরাসগুলো সম্পর্কে নানা তথ্যও জানা যাবে এই গেমের মাধ্যমে। যতগুলো ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যাবে, ততই বাড়বে স্কোর। ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা ক্রিয়েটিভ ম্যাঙ্গো এখন পর্যন্ত গেম অ্যান্ড্রয়েড বানিয়েছে দশটি। ‘ভাইরাল পেনিক’ এর পাশাপাশি বাকি গেমগুলোও সরাসরি ডাউনলোড করা যাবে ক্রিয়েটিভ ম্যাঙ্গোর গুগল প্লে স্টোর একাউন্ট থেকে।
প্লে স্টোর থেকে ডাউনলোডের জন্য: https://play.google.com/store/apps/details?id=com.creativemango.viralpanic&hl=en। ইউটিউব চ্যানেলে গেমটির ট্রেলার দেখার জন্য: https://www.youtube.com/watch?v=CYpfrGEDcz8।