Sunday, January 12, 2025
More

    সর্বশেষ

    বিডিনগ ২০২০-২১ মেয়াদের নতুন নির্বাহী কমিটি

    টেকভিশন ডেক্স: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২০২০-২০২১ মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে রাশেদ আমিন বিদ্যুৎ (লিংকথ্রি টেকনোলজিস লিমিটেড), সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব (অ্যাম্বার আইটি লিমিটেড), প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ফখরুল আলম (এনটিটি লিমিটেড, অস্ট্রেলিয়া) এবং কোষাধ্যক্ষ নুরুল আহসান রাসেল (এম এস সলিউশন)।

    এছাড়া নির্বাহী কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন সায়মন সোহেল বারই (ফাইবার অ্যাট হোম), নুরুল ইসলাম রোমান (অপটুস, অস্ট্রেলিয়া), সুমন কুমার সাহা (পাইপলাইন সিকিউরিটি), জোবায়ের খান (ফাইবার অ্যাট হোম), শায়লা শারমীন (ব্র্যাক ব্যাংক লিমিটেড), মোঃ আবদুল আওয়াল (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), মোঃ মিঠু হাওলাদার (ডট ইন্টারনেট), সাব্বির আহমেদ (এক্সরড অনলাইন) এবং উজ্জল কুমার (মাজেদা নেটওয়ার্ক লিমিটেড)।

    একই সাথে বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে এপনিকের নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.