Thursday, January 23, 2025
More

    সর্বশেষ

    বিডিজেএসও-২০২১ এর টাইটেল স্পন্সরের চেক হস্তান্তর

    ক.বি.ডেস্ক: শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও-২০২১) টাইটেল স্পন্সর হিসেবে চেক হস্তান্তর করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদীর নিকট চেক হস্তান্তর করেন।

    এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী,উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামান এবং বিডিজেএসওর সমন্বয়ক মাহমুদ মীম উপস্থিত ছিলেন।

    বিডিজেএসও-২০২১ এবছর জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত অনলাইনে এই সপ্তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরে হাইব্রিড পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতে ও ঢাকায় অনুষ্ঠিত হবে ১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২১)। যেখানে বিডিজেএসও-২০২১ এর মাধ্যমে বাছাইকৃত দেশসেরা ছয় জন অংশ নেবে বাংলাদেশের হয়ে।

    এবারের বিডিজেএসও-২০২১ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগি প্রথম আলো; নলেজ পার্টনার ম্যাসল্যাব; রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4; ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য: www.bdjso.org এই ওয়েবসাইটে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.