ক.বি.ডেস্ক: বিজয়ের মাসকে সামনে রেখে অপো নিয়ে এসেছে ‘অপো ফ্যান ফেস্টিভ্যাল ২০২০’। যাতে থাকছে বেশ কিছু ডিসকাউন্ট অফার। বাংলাদেশের অপোর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এই আয়োজনে আকর্ষণীয় অফারে এফ১৭ সিরিজের ফোনগুলোতে থাকছে নিশ্চিত ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারসহ ১২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
প্রতিটি এফ১৭ সিরিজের ফোন ক্রয়ের সময় ১,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যক এবং পুরনো ফোনের এক্সচেঞ্জের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। একই সঙ্গে ক্রেতারা মাত্র ৩৯৯ টাকায় ৬,০০০ টাকা মূল্যের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এই ছাড় এবং অফারগুলো যেকোন অপো স্টোর কিংবা অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে উপভোগ করা যাবে।
এর সঙ্গে অপোর নতুন ক্রেতারা বাংলালিংকের ১ বছর মেয়াদী ১২ জিবি ডেটা বান্ডল প্যাক এবং রবির ৬ মাস মেয়াদী ১০ জিবি ডেটা প্যাক উপভোগ করতে পারবেন। এই অফারের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত। ‘অপো ফ্যান ফেস্টিভ্যাল’ এবং ‘ও ফ্যানস নাইট’ সম্পর্কে বিস্তারিত: www.facebook.com/oppobangladesh)।