Tuesday, September 17, 2024
More

    সর্বশেষ

    বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াড-২০২২

    ক.বি.ডেস্ক: আইসিটি বিভাগের উদ্যোগে শুরু হলো তিন দিনব্যাপী (৬ – ৮) জুন ‘‘বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াড ২০২২’’। গতকাল সোমবার (৬ জুন) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনিটির উদ্বোধন করেন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    ব্লকচেইন অলিম্পিয়াড ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং ব্লকচেইন অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার লরেন মা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল, ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম কায়কোবাদ, বাংলাদেশ বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের কডিনেটর হাবিবুল্লাহ এন করিম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নান।

    মন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। অত্যন্ত আশাবাদী যে ব্লকচেইন এর উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে। দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সরকার, ইন্ডাস্ট্রিকে তরুণ প্রজন্মের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই আমরা ভবিষ্যতে সফল হবোই। কেননা আজকের সঙ্কটকে সুযোগে পরিণত করবে আমাদের তরুণেরা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.