রাজধানীর বনানীতে নতুন আইটি রিটেইল শপ চালু করলো আইটি রিটেইল চেইন প্রতিষ্ঠান এরনা লিমিটেড। গত সোমবার (২১ সেপ্টেম্বর) এরনা লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বনানীর কামাল আতাতুর্ক এলাকাটি রাজধানীর অত্যন্ত্ গুরম্নত্বপূর্ন এলাকা। তাই এখানকার প্রযুক্তি পণ্য ব্যবহারকারিরা যেন নিশ্চিন্ত্ মনে এক ছাদের নীচে বিশ্বসেরা এবং গুনগত মানসম্পন্ন সকল ব্রান্ডের আইটি পন্য কিনতে পারেন, সেজন্যই এরনার এই শাখাটি চালু করা হলো।
উল্লেখ্য বনানী শাখাটি এরনার ৫ম শোরুম। শোরুমটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে সফুরা টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। বনানী ছাড়াও রাজধানীর যমুনা ফিউচার পার্ক, জহির স্মার্ট টাওয়ার, মাল্টিপ্ল্যান সেন্টার এবং পুলিশ প্লাজাতে এরনার শোরুম রয়েছে।