Thursday, January 23, 2025
More

    সর্বশেষ

    ‘ফুড ফর থট’ ফুড-ফটোগ্রাফি প্রতিযোগিতা

    ক.বি.ডেস্ক: আসন্ন ঈদুল আযহ’র আনন্দকে আরও খানিকটা বাড়িয়ে দিতে রান্নাঘরের শিল্পীদের জন্য স্যামসাং বাংলাদেশ ও আইস টুডে আয়োজন করেছে ‘ফুড ফর থট’ নামের এক অনন্য ফুড-ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা ২৫ জুন পর্যন্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম, ছবি এবং সংক্ষিপ্ত প্রোফাইল প্রকাশিত হবে আইস টুডের ঈদ সংখ্যায়। সেই সঙ্গে বিজয়ী ডিশটির একটি নজরকাড়া ছবি থাকছে।

    ‘ফুড ফর থট’ ফুড-ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে স্যামসাং ব্যবহারকারীরা নিজেদের রান্না, ফুড-ডেকোরেশন ও ফটোগ্রাফির দক্ষতাকে প্রমাণ করতে পারবেন। অংশগ্রহণের নিয়ামবলীও সহজ। নিজের রান্না করা ঈদ স্পেশাল ডিশটি লোভনীয় রূপে সাজিয়ে তুলতে হবে জিভে জল আনা একটি ছবি। আর #shotonsamsungforicetoday হ্যাশট্যাগ যুক্ত করে সেই ছবিটি আপলোড করতে হবে ফেসবুক বা ইন্সটাগ্রামে। বিজয়ী ২টি ডিশের ছবি প্রকাশিত হবে আইস টুডে ম্যাগাজিনের পরবর্তী বিশেষ ঈদ সংখ্যায়। ফেসবুক পোস্টটি কিংবা ইন্সটাগ্রাম প্রোফাইলটি অবশ্যই পাবলিক হতে হবে এবং তাতে স্যামসাং ও আইস টুডে ম্যাগাজিনকে ট্যাগ করে ক্যাপশনে যুক্ত করতে হবে ডিশের নাম, যে ডিভাইসে ছবি তোলা হয়েছে তার মডেল নং এবং হ্যাশট্যাগ #shotonsamsungforicetoday। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা ২৫ জুন পর্যন্ত।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.