Saturday, January 11, 2025
More

    সর্বশেষ

    প্রেক্ষাপট কোভিড-১৯: দেশে জীবাণুমুক্ত শাওয়ার টানেল

    দেশের কিশোরগঞ্জে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেআইএমসিএইচ) জীবাণুমুক্ত শাওয়ার টানেল (Disinfecting shower tunnel) সিস্টেম চালু করা হয়েছে। প্রথমবারের মতো জেআইএমসিএইচ কর্তৃপক্ষের সময়োপযোগী এই দারুণ উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এটির নাম জীবাণুনাশক শাওয়ার টানেল (Disinfectant shower tunnel)।

    চীনে যখন কোভিড-১৯ ভয়াবহ অবস্থায় রুপ নেয়, তখন তারা এই জীবাণুনাশক টানেলগুলোর ব্যাবস্থা করেছিল।বর্তমানে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি আকার ধারণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিস্টেমটি প্রতিটি হাসপাতাল, ইনস্টিটিউশনগুলোতে চালু করা যেতে পারে। সম্ভব হলে ঢাকার বাহিরেও প্রতিটি বিপদজনক এলাকাগুলোতে এই উদ্যোগ নেয়া সম্ভব।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.