Sunday, January 5, 2025
More

    সর্বশেষ

    পথ চলতে মোবাইলফোন নয়

    সড়কে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর চোখে পড়ে। বাস, ট্রেন কিংবা নৌযান দুর্ঘটনা বাদ যাচ্ছে না কোনোটাই। তবে সড়ক দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। এর পেছনে খুব বড়ো একটা কারণ হলো পথ চলতে চলতে মোবাইলফোন ব্যবহার করা। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা চোখে পড়ার মতো। দেখা যায় যে, এক তরুণ রাস্তায় হাঁটছে এবং মোবাইলফোনে ফেসবুকিং করছে। রাস্তায় কী ঘটছে, গাড়ি আসছে বা আসেনি, সেই বিষয়ে তার কোনো খেয়াল নেই। আবার কিছু কিছু তরুণ-তরুণীকে দেখা যায় কানে হেডফোন লাগিয়ে রাস্তায় হাঁটতে। স্বভাবতই রাস্তায় কী ঘটছে, সেদিকে তার খেয়াল থাকার কথা নয়। আর ঠিক এই ধরনের অসতর্কতায় বাড়ছে দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে প্রাণ। তাই আসুন পথ চলতে চলতে মোবাইলফোন ব্যবহার না-করি। সতর্কভাবে রাস্তায় চলাচল করি। নিজে দুর্ঘটনার হাত থেকে বাঁচি, অন্যকে বাঁচতে সাহায্য করি।

    মো. বিল্লাল হোসেন, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.