Wednesday, December 25, 2024
More

    সর্বশেষ

    নারায়ণগঞ্জে চালডাল ডটকম

    দেশের শীর্ষ অনলাইন মুদির দোকান চালডাল ডটকম (chaldal.com) এখন বন্দরনগরী নারায়ণগঞ্জে। এখন থেকে নারায়ণগঞ্জবাসী ঘরে বসে চালডাল থেকে পণ্য অর্ডার করে ১ ঘন্টার মধ্যে হাতে পাবেন। নিত্যপ্রয়োজনীয় মুদি-মনিহারি পণ্যসহ চালডাল ডটকমে আছে সাত হাজার পাঁচশ’র বেশি পণ্য। নারায়ণগঞ্জে তাদের সেবা চালু উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ঘোষণা করা হয়েছে। ৪০০ টাকার বেশি পণ্য কিনলে ডেলিভারি চার্জ মাত্র ৯ টাকা। সঙ্গে আছে সাতদিনের ফ্রি রিটার্ন-রিপ্লেসমেন্ট সুবিধা।

    ক্রেতারা চালডাল ডটকমে পাবেন, দেশের সেরা সব ব্র্যান্ডের চাল, ডাল, তাজা মাছ, মাংস, শাকসবজি, ডিম, তেল, আটা, ময়দা, চিনি, সকল ধরনের মশলা, টিস্যু পেপার, পাটালি গুড়, ঝোলা গুড়, চালের গুঁড়া, সুজি, সব ধরনের বিস্কুট, চিপস, নুডলস, ক্যান ফুড, ফ্রোজেন ফুড, হরেক রকম আচার, মাশরুম, কর্নফ্লেক্স, মশার ওষুধ, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, সব ধরনেরর টয়লেট ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সব বয়সের বাচ্চাদের ডায়াপার ও অ্যাডাল্ট ডায়াপার। আছে পোষা প্রাণীর খাবার, পানির ফিল্টারসহ হাজারো পণ্য।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.