বি.এম. ইমরাদ তুষার: গণন্তান্ত্রিক পন্থায় এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য ৪৯১ জন্ ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে আজ রবিবার (২৭ ডিসেম্বর) ইসিএসের প্রধান কার্যালয়ে ২০২১-২০২২ মেয়াদকালের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। উল্লেখ্য, ইসিএসের সিনিয়র সদস্যরা বিশেষ করে যারা শাররিকভাবে অসুস্থ্য তাদের জন্য পাঁচতলায় নির্ধারিত ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে না হয় তাই ৮৩, এলিফ্যান্ট রোড কে জি্ এইচ ম্যানশনের নিচতলায় ২০ নং কক্ষে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
ইসিএসের ২০২১-২০২২ মেয়াদকালের ইসি নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন কমপিউটার সোর্স মেশিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছাব উল্লাহ্ খান জুয়েল এবং নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন এম এইচ নেটকমের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল হোসেন (আবিদ) ও সাইবার রিলেশনের স্বত্বাধিকারী সাজেদুল হক শাহিন।
এবারের নির্বাচনে টেক হিলের মোস্তাফিজুর রহমান তুহিন সভাপতি; সাউথ বাংলা কমপিউটার্সের কামরুজ্জামান ভূঁইয়া সহ-সভাপতি; কমপিউটার আর্কাইভস আইটি সার্ভিসেস অ্যান্ড সলিউশনের মো. কামাল হোসেন, কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ এবং থ্রি স্টার ট্রেডিংয়ের মো. মনু মিয়া নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
ইসিএসের ২০২১-২০২২ মেয়াদকালের ১১ সদস্যের মধ্যে ৬টি পদে- সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, আইটি সম্পাদক, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সম্পাদক পদে মাইক্রোসান সিস্টেমের এস এম ওয়াহিদুজ্জামন এবং দ্য ড্রিমল্যান্ড কমপিউটারের মো. আহাদ উল্লাহ খান রুবেল; যুগ্ম সম্পাদক পদে বিজনেস কমপিউটারের মো. তসলিম এবং টেকনো প্যালেসের শেখ মাঈনউদ্দিন মজুমদার (সোহাগ); কোষাধ্যক্ষ পদে এ এম কমপিউটারের মো. মাহফুজুল আলম এবং টেকনো ক্রেসির এ টি এম মাসুদ; আইটি সম্পাদক পদে রেইন ক্রপস আইটির মো. মাসুদ আলম এবং তানভির কমপিউটারের মো. তানজিল; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে এ কে কমপিউটারের মো. আরশাদ খান এবং সিনথিয়া কমপিউটার অ্যান্ড ইনফরমেশনের মো. রাসেল মিয়া; সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সিম্ফোটেক কমপিউটারের নাজিম আহমেদ এবং কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম।
এবারের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ জাহিদুল হোসেন (আবিদ) বলেন, নির্বচনের পরিবেশ শুরু থেকে আজ পর্যন্ত বেশ উতসবমুখর রয়েছে যা নির্বাচনের পরেও বজায় থাকবে বলে আশা করি। ইসিএসের ইসি পদে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে রয়েছে সৌহার্দপূর্ণ ও পরস্পরের প্রতি আন্তরিকতা। এবারের নির্বাচনের সকল কাজ সুসম্পন্ন করার ক্ষেত্রে কোনো বেগ পেতে হয়নি, ইসিএসের সকল সদস্য এবং প্রার্থীদের অপরিসীম সহযোগিতাসম্পন্ন মনোভাবের জন্য। নির্বাচনের পরিবেশ বিশেষ করে ভোটের দিন সুষ্ঠভাবে পরিচালনার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিয়োজিত করার লক্ষে নিকটস্থ থানাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি ইসিএসের সকল সদস্যরা আশস্ত করেছেন নির্বাচনের দিন নিজেরাই স্বপ্রনোদিত হয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠ করার লক্ষে প্রায় ১৫ সদস্যের প্রতিনিধি দেয়ার ব্যবস্থা করবে। ভোট কেন্দ্রে ৬টি বুথ স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে ইসিএসের সিনিয়র সদস্যরা বিশেষ করে যারা ভোট দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাদের সম্মানার্থে নির্বাচন বোর্ড সকল প্রার্থীদের সম্মতিক্রমে আলাদা কেন্দ্র স্থাপন করেছে। শাররিকভাবে অসুস্থ্য সিনিয়র সদস্যদের পাঁচতলায় নির্ধারিত ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে না হয় তাই এই ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। এই ক্ষেত্রে তাদের জন্য ৮৩,এলিফ্যান্ট রোড কে জি্ এইচ ম্যানশনের নিচতলায় ২০ নং কক্ষে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলিফ্যান্ট রোডের কমপিউটার ব্যবসায়ীরা ভোজন বিলাসী। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে যেমন ভোট গ্রহন চলবে ঠিক তেমনিভাবে চলবে ভোজন বিলাসীদের জন্য রকমারি খাবারের আয়োজন। সকাল থেকেই থাকবে পাটিসাপটা পিঠা, সিঙ্গারা, সমুচা,ফল ও চা; দুপুরে থাকবে রিরিয়ানী ও বিকালে থাকবে জিলাপি, স্যুপ ও কফির সুব্যবস্থা।
করোনা মহামারির সময়ে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই সরকারি সকল নির্দেশনা মেনেই নির্বাচনের দিন সামাজিক দুরত্ব বজায় রাখা হবে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, মাস্ক ব্যবহার প্রয়োজনবোধে নির্বচান বোর্ড মাস্ক সরবরাহ করবে বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করছেন এবারের নির্বাচনের প্রচার, প্রচারনা, প্রার্থী ও সদস্যদের সতস্ফুর্ত অংশগ্রহন প্রমাণ করে আগামীতে ইসিএসের ইসির সকল পদেই নির্বাচন হবে। সকল পদেই নির্বাচন হলেই সংগঠন আরও বেশি বেগবান হবে। সংগঠন বেগবান হলেই সদস্যরাই বেশি উপকৃত হবেন। নির্বাচনের সকল কাজে সহযোগিতার জন্য বর্তমান কমিটিসহ সকল প্রার্থী ও সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।