Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    দারাজ নববর্ষ ক্যাম্পেইন: রিয়েলমি নারজো ৫০আই ১০,৩৭০ টাকায়!

    ক.বি.ডেস্ক: বাংলা নববর্ষের উতসবে বাড়তি মাত্রা যোগ করতে রিয়েলমির নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। দারাজ বাংলা নববর্ষ চলাকালীন সময়ে ক্রেতারা দারাজ ফ্ল্যাশ সেলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। এ ক্যাম্পেইন ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। দারাজের এ অফার চলাকালীন সময়ে ক্রেতারা নারজো ৫০আই ১০,৩৭০ টাকায় ক্রয় করতে পারবেন।

    আজ রিয়েলমি তাদের সি সিরিজের নতুন স্মার্টফোন সি৩১ আনতে যাচ্ছে। ৮.৪ মিমি এর আলট্রা স্লিম এই স্মার্টফোনটিতে থাকছে ইউনিসক প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ১৩ মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা।

    রিয়েলমি ডিভাইসগুলো ক্রয়ে বিশেষ অফার পাওয়া যাবে। রিয়েলমি ৮ ২০,৮৩২ টাকায়; রিয়েলমি ৮ ৫জি ২১,০৫৮ টাকায়, রিয়েলমি ৯আই ১৬,০০৪ টাকায়; রিয়েলমি সি১১ (২জিবি/৩২জিবি) ৮,৫১২ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ১০,৪৩১ টাকায় এবং রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি)কেনা যাবে মাত্র ১৩,৮০৫ টাকায়।

    এ ছাড়া, রিয়েলমি ফ্ল্যাগশিপ কিলার জিটি সিরিজের ফোনগুলোও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২8জিবি) ফোনটি পাওয়া যাবে ৩১,৩৩১ টাকায় এবং রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) ফোনটি ক্রেতারা ৩৬,৫৭১ টাকায় ক্রয় করতে পারবেন।

    ১২ এপ্রিল ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। রিয়েলমি ৮ ২০,৬২০ টাকায়; রিয়েলমি ৮ ৫জি ২০,৮৪৩ টাকায়, রিয়েলমি৯আই (৬জিবি/১২৮জিবি) ১৭,৮৩৯ টাকায়, রিয়েলমি সি১১ ৮,৪২৫ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ১০,৩২৫ টাকায়; রিয়েলমি সি২১ওয়াই (৩জিবি/৩২জিবি) ১০,৪৫১ টাকায়; রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ১৩,৮০৫ টাকায়; রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩১,০১২ টাকায় ও রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) মাত্র ৩৬,১৯৮ টাকায় পাওয়া যাবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.