Tuesday, December 24, 2024
More

    সর্বশেষ

    দারাজের প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়েলমি’র অফার!

    ক.বি.ডেস্ক: স্মার্টফোন প্রেমীদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বিভিন্ন রিয়েলমি স্মার্টফোনের ওপর অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। দারাজের এ ক্যাম্পেইনে ক্রেতারা আকর্ষণীয় অফারে রিয়েলমির নির্বাচিত স্মার্টফোনগুলো কিনতে পারবেন।

    রিয়েলমির ৮ প্রো, নারজো ৩০, সি২৫এস (৪/৬৪), সি২৫এস (৪/১২৮), সি২১ (৪/৬৪), সি২১ (৩/৩২), সি২০এ-এই স্মার্টফোনগুলো পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। অফারের আওতায় পাওয়া যাবে ৭% পর্যন্ত ছাড়, পাশাপাশি প্রি-পেমেন্টে পাওয়া যাবে আরও ১০% পর্যন্ত ছাড়। কেনার জন্য ভিজিট: https://cutt.ly/DarazAnniversarySale_realme । এ অফার চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

    রিয়েলমি সি২১ হচ্ছে রিয়েলমির প্রথম মেইড ইন বাংলাদেশ স্মার্টফোন। অন্যদিকে, রিয়েলমি সি২০এ স্মার্টফোনে আছে রিয়েল কোয়ালিটি, জিওম্যাট্রিক আর্ট ডিজাইন ও পাবেন দুর্দান্ত গেমিং পারফরমেন্স। এছাড়াও, রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর ও ৬,০০০ এমএএইচ ক্ষমতার সুবিশাল ব্যাটারি এবং এটি টিইউভি রেইনল্যান্ড হাই রিলায়েবিলিটি কোয়ালিটি সনদ পাওয়া রিয়েলমির প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি।

    রিয়েলমি ৮ প্রো স্মার্টফোনটি রিয়েলমির নম্বর সিরিজের প্রথম ফোন যাতে ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে; এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত সর্বোচ্চ পিক্সেল। এছাড়াও, স্মার্টফোনপ্রেমীরা রিয়েলমির সম্প্রতি বাজারে আসা নারজো ৩০ স্মার্টফোনটিও কিনতে পারবেন এ ক্যাম্পেইন থেকে। মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সমৃদ্ধ এ স্মার্টফোনটিতে আছে ৯০ হার্টজ ফুল-এইচডি প্লাস ডিসপ্লে এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাথে থাকছে ৩০ ওয়াটের ডার্ট চার্জার।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.