Tuesday, January 21, 2025
More

    সর্বশেষ

    দারাজ’র ‘শপাম্যানিয়া’ ক্যাম্পেইনে দারুণ সব ডিল

    ক.বি.ডেস্ক: দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ক্রেতাদের জন্য আবারও নিয়ে এসেছে আকর্ষণীয় অফার ও ডিলের সমাহারে ‘‘শপাম্যানিয়া’’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি আজ (৭ আগস্ট) থেকে শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে দারাজ থেকে কেনাকাটা করার সময় ক্রেতারা পাবেন আকর্ষণীয় ডিল, ভাউচার এবং সহজ পেমেন্টের সুবিধা। শপাম্যানিয়া ক্যাম্পেইন থেকে কেনাকাটা করতে ক্লিক করুন- https://click.daraz.com.bd/e/_7EzZS

    শপাম্যানিয়া ক্যাম্পেইন চলাকালে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় ডিলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। অফারগুলোর মধ্যে রয়েছে বাছাইকৃত টপ ডিলের পণ্যে ফ্রি ডেলিভারি, ফ্ল্যাশ সেল, শেক শেক এবং মিস্ট্রি বক্স। ক্যাম্পেইনটিতে থাকছে প্রায় ৫ হাজার হট ডিল, পাশাপাশি ১৫০০ মেগা ডিলে থাকছে বিশেষ ছাড়।

    শপাম্যানিয়া ক্যাম্পেইনটি স্পন্সর ডেটল, রিয়েলমি, বাটা, শাওমি, স্টুডিও এক্স এবং লোট্টো। ক্যাম্পেইনটির ব্র্যান্ড পার্টনার মোশন ভিউ, মটোরোলা, ফ্যাব্রিলাইফ, পুমা, এসকয়্যার ইলেকট্রনিকস, লিভিংটেক্স, নর এবং লুইউইল। ইভেন্ট পার্টনার জায়নাক্স হেলথ, আড়ং এবং লেভিশ বুটিক।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.