এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অনলাইন কার্যক্রমের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ব্যতিক্রমী এক ফ্রি অনলাইন কোর্স চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ‘আর্ট অ্যান্ড সায়েন্স অব অনলাইন লার্নিং’ শীর্ষক এই কোর্স শিক্ষার্থীদেরকে অনলাইন শিক্ষার উপযোগী হিসেবে গড়ে তুলবে। এই কোর্সে ভর্তির জন্য ইতোমধ্যে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৭ ডিসেম্বর। রেজিস্ট্রেশন করতে পারবে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীরা। রেজিস্ট্রেশন লিংক: http://ue-learning.daffodilvarsity.edu.bd/.।
ব্যতিক্রমী এই ফ্রি অনলাইন কোর্সের মধ্যে রয়েছে: অনলাইন শিক্ষা ব্যবস্থার সরঞ্জাম ও বৈশিষ্ট্য সম্পর্কিত কর্মশালা ও ক্লাস, আইসিটি ও ই-লার্নিংয়ের অ্যাডভান্স ফিচার, ক্যারিয়ার ম্যাপিং ট্রেনিং, ইনটেনসিভ সাইকোলজিক্যাল সেশন ইত্যাদি।
করোনা মহামারির কারণে সারা বিশ্বে এখন অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। এইচএসসি পরীক্ষার্থীরা অনেকেই চিন্তিত বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে। তাদেরকে অনলাইন শিক্ষার উপযোগী হিসেবে গড়ে তোলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্দেশ্য।