Monday, August 11, 2025

সর্বশেষ

ডিজিটাল এন্ট্রাপ্রেনার সামিট ২০২১

ক.বি.ডেস্ক: উদ্যোক্তা হই এর আয়োজনে সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘‘ডিজিটাল এন্ট্রাপ্রেনার সামিট ২০২১’’। আন্তজার্তিক পেমেন্ট সলিউশন্স প্রদানকারী প্রতিষ্ঠান পিংপং এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে উদ্যোক্তা হই তাদের সফল মেম্বারদের মধ্যে ৬জন ডিজিটাল উদ্যোগক্তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা হই এর প্রতিষ্ঠাতা এস এম বেলাল উদ্দিন, বিআইটিএম’র প্রধান নির্বাহী কর্মকর্তা তালুকদার মোহাম্মদ সাব্বির, পিংপং ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার মুকেশ কুমার সাহু এবং রিজিওনাল সেলস হেড রোহান ধানি, ডেইলি স্টারের হেড অব বিজনেস, শুভাসিস রয়, ই-ক্যাবর ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়্যারম্যান ড. তানজিবা রহমান।

ডিজিটাল এন্ট্রাপ্রেনার সামিট ২০২১ আয়োজনে ইন্ডাস্ট্রি পার্টনার বেসিস, ই-ক্যাব, বাংলাদেশ ফ্রীল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। নলেজ পার্টনার বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট।

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.