Wednesday, January 8, 2025
More

    সর্বশেষ

    ডিএফজির আয়োজনে বাংলাদেশ বনাম পাকি লুডু টুর্নামেন্ট

    দারাজ বাংলাদেশের অ্যাপের গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেমস (ডিএফজি) প্রথমবারের মত আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকি আন্তর্জাতিক লুডু টুর্নামেন্ট। এই অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে এবার বাংলাদেশি খেলোয়াড়রা খেলবে পাকি খেলোয়াড়দের হারানোর লক্ষে। দারাজের আসন্ন টেন টেন (১০.১০) ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য থাকছে ২ লাখ টাকার প্রাইজ পুল।

    প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার থাকছে এক লক্ষ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য ১০ হাজার, তৃতীয় বিজয়ীর জন্য ৭ হাজার ও চতুর্থ বিজয়ীর জন্য ৫ হাজার টাকার সমমূল্যের ভাউচার। এ ছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য ৩ হাজার টাকার ভাউচার।  লুডু লাখপতি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ১-৫ অক্টোবর পর্যন্ত। দুটি দেশ মিলিয়ে সর্বমোট ২ লাখ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৭-৯ অক্টোবর পর্যন্ত। ৭টি বা তার বেশি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে।

    গেমে রেজিস্ট্রেশন করবেন যেভাবে: দারাজ অ্যাপ ডাউনলোড করুন। আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন। দারাজ অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করুন এবং গেম সেন্টারে প্রবেশ করুন। লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করুন। ব্যানারের নিচে রেজিস্টার বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনি সফল রেজিস্ট্রেশনের একটি ম্যাসেজ পাবেন। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি এস এম এস নোটিফিকেশন পাবেন।

    গেমে অংশগ্রহণ করবেন যেভাবে: ইউজার গেমটিতে যোগ দিতে একটি এসএমএস পাবেন যেখানে প্রতিটি রাউন্ডের জন্য গেমের সময় উল্লেখ করা থাকবে। ইউজারের দারাজ হোম পেইজ (daraz.com.bd) থেকে দারাজ ফার্স্ট গেমের (ডিএফজি) আইকনটি সিলেক্ট করতে হবে এবং ডিএফজি তে প্রবেশ করতে হবে। এরপর লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। নিচের টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে।প্লে বাটনে ক্লিক করতে হবে।কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। প্রতি ম্যাচ থেকে শুধুমাত্র ১ম বিজয়ী পরবর্তী রাউন্ডে যাবেন।

    এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের হেড অব ট্রাফিক অপারেশন্স বারিশ খন্দকার বলেন, লুডু দেশের অন্যতম জনপ্রিয় গেম এবং ডিএফজি শুরু হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা  আরও বেড়ে গেছে। প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী গেমটি খেলে থাকেন। তাই খেলোয়াড়দেরকে গতানুগতিক ধারা থেকে বের করে আনতে এবং একটি অসাধারন অভিজ্ঞতা প্রদান করতে এই প্রথমবারের মত আয়োজন করছি বাংলাদেশ ভার্সেস পাকি লুডু টুর্নামেন্ট। আশাু করছি দুই দেশের অংশগ্রহণকারীদের মাঝে টানটান উত্তেজনা থাকবে এই কম্পিটিশনে। 

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.