Sunday, December 22, 2024
More

    সর্বশেষ

    ডিএনসিসি’র হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

    ক.বি.ডেস্ক: আগামী মাস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিকাশে’র মাধ্যমে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করা যাবে। এ লক্ষ্যে ডিএনসিসি এবং বিকাশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিএনসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং বিকাশ’র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

    গতকাল সোমবার (২১ মার্চ) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং বিকাশ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।    

    মো. আতিকুল ইসলামের বলেন, নগরবাসী ১ এপ্রিল থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবে। অনলাইনে ট্যাক্স পরিশোধ করা হলে নগরবাসীকে কিন্তু আর সশরীরে সিটি কর্পোরেশনে আসতে হবে না। এর ফলে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিছুটা কমবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.