Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ডব্লিউবিএএফ’র সিনেটর হলেন মোহাম্মদ নুরুজ্জামান

    ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সম্প্রতি ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরামের (ডব্লিউবিএএফ) সিনেটর নির্বাচিত হয়েছেন। আগামি ১৪-১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ডব্লিউবিএএফর ওয়ার্ল্ড কংগ্রেসে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

    মোহাম্মদ নুরুজ্জামানের এই পদ প্রাপ্তির মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের স্টার্টআপ ও ব্যবসা বাণিজ্য প্রসারের পথ প্রশস্ত হলো। বাংলাদেশের  তরুণ উদ্যোক্তারা এখন থেকে বৈশ্বিক পরিমন্ডলে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ বাজার আন্তর্জাতিক বিনিয়োগ বাজারের সঙ্গে সংযুক্ত হলো। বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারী, ইনকিউবেশন সেন্টার, প্রাইভেট ইকুইটি ফার্ম, কো-ইনভেস্টমেন্ট ফান্ড, টেকনোলজি পার্ক, কর্পোরেট ভেঞ্চার ও সম্ভাবনাময় উদ্যোক্তারা বিশ্বের নেতৃস্থানীয় অ্যাঞ্জেল ইনভেস্টর নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

    মোহাম্মদ নুরুজ্জামান ড্যাফোডিল পরিবারে ৪১টি প্রতিষ্ঠানের নেতৃর্ত্বদানের পাশাপাশি ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এলামনিদের উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি বেশকিছু সফল স্টার্টআপের অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে নিজেকে সম্পৃক্ত করেছেন। এ ছাড়াও তিনি ইন্টারন্যাশনাল সফটওয়ার টেস্টিং বোর্ড (আইএসটিকিউবি) ও টিএমএমআই গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।

    ডব্লিউবিএএফ হচ্ছে স্টার্টআপ, উদ্যোক্তা উন্নয়ন ও অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা বিশ্বের সবচেয়ে বড় ফোরাম। বিশ্বের ৭৯টি দেশের ১৩৮জন হাইকমিশনার ও সিনেটর এই ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন। ডব্লিউবিএএফ বিজনেস স্কুলের অধীনে বিশ্বের ৩২টি দেশে ৫০জন শিক্ষক রয়েছেন এবং ৫টি ইন্টারন্যাশনাল ওয়ার্কিং কমিটি রয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ডব্লিউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.