ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ডিস ক্যাবল ব্যবসায়ীদের সংগঠন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আজ বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিস্থ সিটি কলেজের সামনে হতে গ্রাহক পর্যন্ত সংযোগ স্থাপনে ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচ দিয়ে ইন্টারনেট ও ডিসের তার টানার কাজ শুরু করেছে।
ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচ দিয়ে ইন্টারনেট ও ডিসের তার টানার কাজ উদ্বোধন করেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক এমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। এ সময় সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আইএসপিএবি এবং কোয়াব ডিএসসিসির বেঁধে দেয়া সময় নভেম্বর মাসের মধ্যে তারা ঝুলন্ত তার নামিয়ে নিজ খরচে মাটির নিচ দিয়ে গ্রাহকের কাছে সংযোগ পৌঁছে দেবে। সেবাদাতারা সিটি করপোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি পেয়েছেন। এ জন্য সব ব্যয় সিটি করপোরেশন করবে বলে জানা যায়।